কমলনগর ও রামগতির পুজা মন্ডপে বিএনপি’র সাবেক এমপি’র অনুদান

শেয়ার

fb_img_1475936197095

পল্লী নিউজ ডেক্স:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিএনপি’র সাবেক এমপি আশরাফ উদদিন নিজান এর পক্ষ থেকে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ১৪টি পূজা মন্ডপে ব্যক্তিগতভাবে পচাশি হাজার টাকা অনুদান দেন।

শনিবার দিনগত রাতে কমলনগর উপজেলার তিনটিতে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা ও রামগতি উপজেলার ১১টি পূজা মন্ডপে পাঁচ হাজার টাকা করে ৫৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

সাবেক এমপির পক্ষে অনুদান দেন বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন-কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, হাজিরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ফরহাদ হোসেন মিয়া, ফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, যুবদল নেতা সাহাব উদ্দিন রনি, মোহাম্মদ দোলন ও ছাত্র নেতা বেলায়েত হোসেন, আমজাদ হোসেন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রামগতি উপজেলা বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সংগঠনিক সম্পাদক মো. আবদুর রব, পৌর বিএনপির সভাপতি ও রামগতি পৌর সভার সাবেক মেয়র শাহেদ আলী পটু, সহ সভাপতি অপরূপ দাস।

কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী জানান, বিগত বছরের ন্যায় এবারও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের পক্ষ থেকে রামগতি ও কমলনগর উপজেলার ১৪টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

০৯-১০-২০১৬ইং

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.