লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন স্থানে বন্যা কবলিত দুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি এসব এলাকায় ত্রাণ বিতরণ করেন।
রামগতি উপজেলার শেখের কেল্লা ও কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় ত্রাণ বিতরণ পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূইয়া, জেলা নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ, কমলনগর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, উপজেলা আমির ডা. নুর উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, মাওলানা আবুল খায়ের, জামাল উদ্দিন প্রমুখ।