মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

কমলনগর উপজেলা ছাত্রলীগের পুর্বের কমিটি বহাল রাখার দাবিতে বিক্ষোভ, অগ্নিসংযোগ

Array

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ না হতেই; নতুন করে আবারও কমিটি গঠন করা প্রতিবাদে ও পুর্বের কমিটি পুন: বহাল রাখার দাবীতে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে অগ্নিসংযোগ করে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে কমলনগর উপজেলা তোরাবগঞ্জে বিক্ষোভ ও লরেন্স বাজারে টায়ারে অগ্নিসংযো করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুস সামাদ রাজু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদ আরিফ, সাংগঠনিক সম্পাদক জিয়াদ হোসেন, হাজিরহাট উপকূল কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক  মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক সোহেল, তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান রোবেল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, চর কাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহেল, চর মার্টিন ইউনিয়নের সভাপতি নুর নবী চৌধুরী, চর লরেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, কালকিনি ইউনিয়নের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রমুখ।
এসময় ছাত্র নেতার জানান, গত মার্চ মাসে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তিন মাস না যেতেই কোনো নোটিশ ছাড়াই রাতের আধারে ফের কমিটি গঠন করা হয়েছে। আমার এই অবৈধ কমিটি মানি না। অবিলম্বে আগের কমিটি বাহাল রাখার দাবি জানাই। দাবি না মানা হলে বিক্ষোভ-সমাবেশ অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ মার্চ আবদুস সামাদ রাজুকে সভাপতি ও  রাকিবুল হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তিন মাস পর ১৩ জুন সন্ধ্যা লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ মাইন উদ্দিনকে সভাপতি ও সাদ্দাম হোসেন আবিদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে।

সর্বশেষ

প্রার্থিতা ফিরে পেতে ৪২ জনের আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন বাতিল হওয়া ৪২ জন প্রার্থী আপিল করেছেন। আপিল করা অধিকাংশ প্রার্থী স্বতন্ত্র এবং বেশির ভাগেরই শতাংশ ভোটার...

আচরণবিধি লঙ্ঘন, নৌকার প্রার্থী লাইলিকে শোকজ

শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন্নাহার...

রাজশাহীতে ৭৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজাসহ এক...

রামগঞ্জে আগুনে পুড়ে গেছে খোরশেদের শেষ সম্বল

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে গেছে হতদরিদ্র খোরশেদ আলমের ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার দিবাগত...

রায়পুরে বীর শহীদদের স্বরণে রক্তদান কর্মসূচী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় সেই সব...

বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর...