লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে মাছ ধরায় ৯ জেলেকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদেন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এর আগে রোববার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে মেঘনা নদীর লুধূয়া ও কটরিয়া ঘাট এলাকা থেকে ৯ জেলেসহ ও জাল-নৌকা জব্দ করেছে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস।
অর্থদন্ডরা হলেন, ফারুক, জামাল, মোস্তফা, জসিম, ছালাউদ্দিন, তারেক, সিরাজ, জয়নাল আবদিন এর সবাই উপজেলার চর ফলকন ও জগবন্ধু এলাকার বাসিন্দা।
কমলনগর কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. মনিরুজ্জামান মনির জানান, জেলেরা নদীতে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় নয় জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি বাঁধা জাল। বাঁধা জালটি আগুনে পুড়ানো হয়।