কমলনগর:
লক্ষ্মীপুরের কমলনগরে চর জাঙ্গালিয়া গ্রামের আকাব্বর সমাজে ৬ দোকান চুরি হয়। বুধবার দিবাগত রাতে ওই এলাকার আনোয়ার হোসেন, বেলাল হোসেন, খোকন, পাটারি ও নিজামের দোকান থেকে নগদ টাকাসহ প্রায় একলাখ পচিশ হাজার টাকার মালামাল নিয়ে যায়। একই রাতে ওই সমাজের খোরশেদ আলমের একটি অটো রিকশা নিয়ে যায় চোরেরা।
ব্যবসায়ি আনোয়ার ও বেলাল জানান, রাতে আমাদের ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. সেলিম জানান, চোরেরা ৬টি দোকান থেকে টাকা ও মালামাল নিয়ে যায়। প্রায়ই সময় এই এলাকায় চুরি হয়।