কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে জাটকার ধরার অপরাধে ৬ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
জরিমানাকৃতরা হলেন চর ফলকন গ্রামের বাসিন্দা মো. সোহেল, কবির হোসেন, শেখ ফরিদ, আয়ুব আলী, লোকমান হোসেন ও ফারুক মাঝি। তাদের প্রত্যেককে একহাজার টাকা করে জরিমানা করেন।
এর আগে সকালে উপজেলার পেতনার খাল সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও পুলিশ অভিযান চালিয় তাদের আটক করে
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, জাটকা ধরার সময় অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে এ রায় দেন।