কমলনগরে ৬ জুয়াড়ি আটক

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:
কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরের তালতলি বাতিরঘাট এলাকায় জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা মৃত সৈয়দ আহাম্মদের ছেলে আবুল কালাম (৫৫) আবদুল মান্নাফের  ছেলে আবদুল মান্নান (৫০), শফিক উল্লাহর ছেলে মো. খোকন (৩০), আবদুল হকের ছেলে আবু জাহের (২৮), আবুল হোসেনের ছেলে নুর করিম (২৮) ও শফিক উল্লাহর ছেলে কামরুল ইসলাম (২৭)।
হাজিরহাট তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তাদেরকে  (আজ) রবিবার আদালতে প্রেরন করা হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.