কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে জুয়া খেলার সময় আটককৃত ৩ জুয়াড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৪ জানুয়ারি) রাতে ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জরিমানার আদেশ দেন। এর আগে সোমবার রাতে চর জাঙ্গালিয়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
দন্ডপ্রাপ্তরা হলেন, চর জাঙ্গালিয়া গ্রামে মফিজ উল্যার ছেলে মো. হাসিম, একই গ্রামের সইজল হকের ছেলে ফজলুর রহমান ও চর ফলকন গ্রামের অজিউল্যাহর ছেলে সফিউল্যাহ।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, টাকা দিয়ে জুয়া খেলার সময় চর জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করা হয়।