কমলনগরে ১৬ আশ্রয়ণে বন্যার্তদের খাবারের আয়োজন উপজেলা প্রশাসনের

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগরে ১৬টি আশ্রয়ণে আশ্রিত অন্তত ৫ হাজার বন্যাদূর্গত মানুষের তিন বেলা রান্না করা খাবারের আয়োজন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুচিত্র রঞ্জন দাস।

উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরবসু এইসএসডিপি, পাটোয়ারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবসু মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, চরবসু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইসহাকনগর উচ্চ বিদ্যালয়, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয়, চরকাদিরা কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়,মঈনুল ইসলাম মাদ্রাসা, রব বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিম চরকাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তোরাবগঞ্জ ইউনিয়নের উত্তর পূর্ব তোরাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় (মৌলভীরহাট), তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, ভুইঞা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামগঞ্জ রব্বানীয়া মাদ্রাসাসহ ১৬টি আশ্রয়ণের জন্য আলাদা স্বেচ্ছাসেবী কমিটি তৈরি করেছেন তিনি।

এ কমিটির স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্রতিটি আশ্রয়ণে উপস্থিত মানুষের উপস্থিতি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী চাল,মসুরি ডাল,আলু, পিয়াজ,মরিচ,হলুূদ, লবন ও মিক্সড মসল্লাসহ খাবার তৈরির সবগুলো উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে ।

এরআগে গত কয়েকদিন ধরে বন্যায় উদ্ভুদ্ধ পরিস্থিতিতে কোমর পানি মারিয়ে পানিবন্দি অসহায় মানুষের ঘরে শুকনো খাবার, স্যালাইন, ওষুদ ও মোমবাতি পৌঁছে দিয়ে দিয়েছিলেন তিনি।

তবে রবিবার ও সোমবার বৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে মেঘনা নদীর জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পরায় পরিস্থিতির অবনতি হয়। যে কারণে আশ্রয়ণ কেন্দ্রে আসতে শুরু করে মানুষ। এমতাবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করেন ইউএনও।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুচিত্র রঞ্জন দাস জানান, বন্যার্ত ও পানিবন্দি মানুষকে রক্ষার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আশ্রয়ণে আশ্রয় নেওয়া মানুষের জন্য তিনবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.