লক্ষ্মীপুুর:
লক্ষ্মীপুরের কমলনগরে ১০০ পিজ ইয়াবাসহ ঝিগন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে চর জাঙ্গালিয়া গ্রামের হাজিরহাট স’মিলে এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ঝিগন রামগতি উপজেলার মংগুর ছেলে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিজ ইয়াবাসহ তাকে আটক করা হয়ে। মামলার প্রস্তুতি চলছে।