কমলনগরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেয়ার

মাহফুজুর রহমান, মলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন পালিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহি উদ্দিন সোহেল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি-কমলনগরের সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন এমপি। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী বাকের হোসেন নিশাদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রিড়া বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুজ জাহের সাজু, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল আমিন রাজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, যুগ্ম আহবায়ক ও লরেন্স ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন, ফলকন ইউনিয়নের চেয়ারম্যান মোশারেফ হোসেন বাঘা, সাহেবের হাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের। এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজুর রহমান রুবেল সহ আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.