রিমন আহমেদ রাজু:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সানরাইজ ক্লাবের পক্ষ থেকে গরিব দুস্ত অসহায় অসুস্থ মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সোমবার (৮এপ্রিল) দুপুর ২টায় উপজেলার চর লরেন্স বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সানরাইজ ক্লাবের পরিচালক মোঃ বিপ্লব হোসাইন,যুব রেড ক্রিসেন্ট কমলনগর উপজেলা ইউনিটের ডেপুটি লিডার রিমন আহমেদ রাজু,কমলনগর থানার সম্মানিত খতিব ও চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলে রাব্বি রেদোয়ান। তরুন সমাজসেবক মোঃ মামুন হোসেন,সমাজসেবক ও সংবাদকর্মী মোঃ আরমান হোসাইন,দৈনিক গণকন্ঠ লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধি কামরুল হাসান হৃদয়,আব্দুল মান্নান,মোঃ রাশেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের পরিচালক মোঃবিপ্লব হোসাইন বলেন,সানরাইজ ক্লাব থেকে আমরা প্রতি বছর বিভিন্ন ধাপে দুস্ত অসহায় হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে থাকি।
এছাড়াও আমাদের সংগঠনের মাধ্যমে গরিব মেহনতি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ঈদ উপহার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময় শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি।সকলের সার্বিক সহযোগিতা পেলে সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।