মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

কমলনগরে সকল নিবন্ধিত জেলের জন্য ভিজিএফ বরাদ্দের দাবীতে সংবাদ সম্মেলন

Array

লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে জাটকা ধরা থেকে বিরত থাকা সকল নিবন্ধিত জেলেদের ভিজিএফর (চাল) বরাদ্দের দাবীতে সংবাদ সম্মেলন করেছে কমলনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টার।

রোববার (১৪ মে) দুপুরে উপজেলার মুজিবনগরস্থ চর লরেন্স ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে একেএম নুরুল আমিন মাস্টার বলেন, কমলনগর উপজেলায় নিবন্ধিত জেলে ১৩হাজার ৩৯৮ জন। এদের মধ্যে ভিজিএফ’র চাল পাচ্ছেন ৭হাজার ১৪২জন জেলে। বাকী ৬হাজার ২৫৬জন জেলে বঞ্চিত রয়েছেন। এদিকে, চর লরেন্স ইউনিয়নের ৭০৮জন নিবন্ধিত জেলের মধ্যে ৩২৩জন চাল পেলেও অন্যরা বঞ্চিত হচ্ছেন। এতে বঞ্চিত জেলেদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বিভিন্ন ইউনিয়নে বঞ্চিত জেলেরা চালের দাবীতে বিক্ষোভও করে । যে কারণে স্থানীয় জনপ্রতিনিধিদের বিভ্ররতকর পরিস্থিতিতে পড়তে হয়। তাই নিবন্ধিত সকল জেলেকে ভিজিএফ সহায়তার আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবী জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চর লরেন্স ইউনিয়র পরিষদের সদস্য ফকরুল ইসলাম দুলাল, আবদুল আলী, সাইফুল ইসলাম, নাছির উদ্দিন, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সহ-সভাপতি হেলাল উদ্দিন হিমেল ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রাসেল প্রমুখ।

 

এ ব্যাপারে জানতে চাইলে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুছ জানান, কমলনগর উপজেলায় ১৩ হাজার ৩৯৮ জন নিবন্ধিত ছেলে থাকলেও ৭ হাজার ১৪২জন জেলের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ হয়েছে। বঞ্চিত জেলেরা যাতে আগামীতে এ সহায়তা পায় সে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মার্চ এপ্রিল ২মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির ১০০ কিলোমিটার মেঘনা নদীতে সকল প্রজাতির নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকায় জেলেদের জন্য ৪০ কেজি করে ৪ কিস্তি ভিজিএফের চাল সহায়তা দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ

রায়পুরে বীর শহীদদের স্বরণে রক্তদান কর্মসূচী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় সেই সব বীর শহীদদেও স্বরণে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে...

বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর...

২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা...

লক্ষ্মীপুরে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায়  থেকে কমিটমেন্ট স্কলারশিপ...

৪৭ ইউএনও’র বদলির অনুমোদন দিল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও...

রায়পুরে নির্বাচনী কাজে সরকারি এম্বুলেন্স ব্যাবহার করলেন ইউপি চেয়ারম্যান!

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন...