কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুুরের কমলনগরে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়ে) শীর্ষক প্রকল্পের অধীন নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। (আজ) সোমবার সকাল ১১টায় কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুল আলম মজুমদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট সৈয়দ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান হোসনেয়ারা বাশার। এ সময় উপস্থিত ছিলেন চেয়াম্যান সাইফুল্যাহ, আবুল খায়ের, হারুনুর রশিদ, অধ্যক্ষ আলী হোসাইন, মাধ্যমিক ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: মনির হোসেন, সাংবাদিক, শিক্ষক উপজেলা বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ। ওরিয়েন্টশন কর্মশালার আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা তথ্য অফিস। এসময় বক্তারা শিশু ও নারী উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সচেতনতার দিক আলোচনা করেন।
কমলনগরে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টশন কর্মশালা
Array
