কমলনগরে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

শেয়ার

IMG_20160905_154046
পল্লী নিউজ ডেক্সঃ
লক্ষ্মীপুরের কমলনগরে নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহনে
শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস এ আয়োজন করে।

জেলা তথ্য অফিসার আবদুল্লাল আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।

সেখানে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বাশার, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোছাইন আল ফারুকী, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু,হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, কমলনগর প্রেসক্লাব সভাপতি এম এ মজিদ, প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ প্রমুখ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.