কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর বারটায় তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্ম্দ মাসুদুর রহমান মোল্লা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লক্ষ্মীপুর মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান ভুঁইয়া। বক্তব্য রাখেন হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মমকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লা চৌধুরী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ। সভা পরিচালনা করেন সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসাসহ ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের চারশত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।