কমলনগর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাধ্যমিক মাদ্রাসা স্তরের শিক্ষকদের নিয়ে গঠিত কমলনগর শিক্ষক পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (০১ মার্চ) সন্ধ্যায় হাজিরহাট বাজারের শিক্ষক পরিষদ রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমলনগর শিক্ষক পরিষদের সভাপতি ও হাাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ওয়াজি উল্যাহ জুয়েল। বক্তব্য রাখেন কমলনগর শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও চর ফলকন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ ও চর শামছুদ্দিন জাহেরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আকবর হোসেন। উপস্থিত ছিলেন সফিকগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাইন উদ্দিন, ফরাশগঞ্জ ফয়েজ-আম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ইমরান হোসেনসহ পরিষদের সদস্যবৃন্দ। এতে সঞ্চালনা করেন পশ্চিম জগবন্ধু মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নুর হোসেন পারভেজ।
উল্লেখ্য এর আগে ফেব্রুয়ারি মাসে কমলনগর মাদ্রাসা স্তরের শিক্ষকদের নিয়ে কমলনগর শিক্ষক পরিষদ গঠিত হয়।