কমলনগরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের আন্দারঘর থেকে মিয়াপাড়া ১ কিলোমিটার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ভূইয়া ইন্টারন্যাশনাল এর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন এলাকাবাসী।

নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের নাম্বারবিহীন ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করে নামমাত্র কার্পেটিং করে যায় কাজ শেষ হওয়ার আগেই উঠে যেতে দেখা গেছে। কাজ তদারকিতে কমলনগর উপজেলার এলজিডি’র কর্মকর্তাদের গাফিলতি আছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, এলজিইডি’র ২০২০-২১ অর্থ বছরের প্রকল্পে কার্পেটিং কাজের অনুকূলে ৭৯ লাখ ৮৯ হাজার ২শত টাকা বরাদ্দ দেয়া হয়। যা গত ১৩-০১-২০২২ সালে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখন কাজই শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

নির্মাণকারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তায় মাটির মিশ্রিত বালি ও কনার উপর কোন রকম পরিস্কার ছাড়াই নিন্মমানের সামগ্রী ব্যবহার করে নামমাত্র কার্পেটিং করায় রাস্তার থেকে কার্পেটিং আলাদা হয়ে উঠে যাচ্ছে।

রাস্তার কাজে সমাপ্তি করে আসা যায়গা গুলো পরিদর্শন করলে দেখা যায়, বিভিন্ন যায়গা আলাদা রয়েছে কার্পেটিং পায়ে সাথে আগলা হয়ে উঠে আসে। কার্পেটিংয়ের নিচে কাঁদা মাটি ভরা। কাজে অনিয়ম দেখে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনো অনিয়মের মাধ্যমে দিয়েই উক্ত কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, এ রাস্তায় নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে কিছুদিনের মধ্যেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।

১১ জুলাই ( মঙ্গলবার) সরেজমিনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। এলজিইডি’র লোকজনকে নির্মাণ কাজ চালিয়ে নিতে দেখা গেছে।

এই বিষয়ে এলজিডির কমলনগর উপজেলা প্রকৌশলী মো. সোহেল আনোয়ার বলেন, আন্দারঘর থেকে মিয়াপাড়া রোর্ডে ৭৯ লাখ ৮৯ হাজার ২ শত টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে টেন্ডারের চুক্তিমূল্য ধরা হয়েছে। উন্নয়ন কাজের চুক্তি মোতাবেক কাজ না হলে এবং কাজে অনিয়ম হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, কাজের মান খারাপ হওয়ার অভিযোগ পেয়ে কাজটি বন্ধ রাখতে বলেছি। জেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.