আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি’-এ শ্লোগানে লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জতীয় যুবদিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ মো. শামছুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবীর।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা এনজিও পরিষদের সমন্বয়ক সাংবাদিক ইউছুফ আলী মিঠু ও এনজিও প্রয়াস’র নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় হাঁস-মুরগী পালন বিষয়ে সাত দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও আত্ম স্বাবলম্বী হওয়ার লক্ষে তিন যুবকর্মীর মাঝে এক লাখ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ করাা হয়
০১-১১-১৬