কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে ইভিটিজিং এর দায়ে যুবকের এক মাসের কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্যট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার (আজ) শনিবার দুপুর ১টায় এ রায় দেন। ইভটেজার মো: কাওসার (২০) ভবানীগঞ্জ ইউনিয়নের আলম বেপারীর ছেলে।
ছাত্রী ও স্থানীয়রা জানান, সকাল ৯টায় ফরাশগঞ্জ ফয়েজ আম আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী শাহানাজ আক্তার (১৩) বাড়ী থেকে সিএনজি যোগে মাদ্রাসায় আসার পথে সিএনজির অপর যাত্রী তাকে ইভটিজিং করে এ সময়ে ছাত্রী চিৎকার দিলে স্থানীয়ার গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে থাকে আটক করে ভ্রামম্যান আদালতের হাজির করে। শাহানাজ আক্তার উপজেলার চর পাগলা গ্রামের আলী আহমদের মেয়ে।
কমলনগরে ইভটিজিং এর দায়ে যুবকের কারাদন্ড
Array
