আরিফুল ইসলাম, কমলনগর, লক্ষ্মীপুর:
” নিরাপদ মাছে ভরবো দেশ গড়াবো স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে কমলনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মৎস্য সস্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসে আয়োজনে ২৪শে জুলাই (সোমবার) সকালে ১১ টায় উপজেলা হল রুমে মতবিনিময় সভা আয়োজন করা হয়। আজ ২৪ জুলাই থেকে ৩০ জুলাই ৭ দিনের বিভিন্ন কর্মসূচি পালনে মাধ্যমে মৎস্য সপ্তাহ পালন করা হবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্রা রঞ্জন দাস সভাপতিত্বে উপজেলা সিনি: মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতশ কুমার বিশ্বাস, কর্মকর্তা কমলনগর প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোঃ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক এ আই তারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন,আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা মাকছুদুর রহমান, উপজেলায় বিভিন্ন মাছ ঘাট সভাপতি,সাধারণ সম্পাদকসহ মৎস্য চাষী এবং মৎস্য জেলে প্রমুখ।