লক্ষ্মীপুর:
“মৎস্য চাষে গড়বো দেশ, বদলে যাবে বাংলাদেশ” এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কমলনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত মৎস সপ্তাহ ২০১৭ পালন লক্ষ্যে প্রণীত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করার কথা উল্লেখ্য করেন এবং মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।