লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের কমলনগরে ৪র্থ শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষায় মেধাবীদের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩মে) বিকেলে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে হাজী আইয়ুব ফাউন্ডেশান এ আয়োজন করে।
হাজী আইয়ুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী সিরাজুল ইসলাম আইয়ুবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় শ্রমিকলীগ নেতা এডভোকেট আনোয়ারুল হক হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও চর লরেন্স ইউপি চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিক উদ্দিন, উপজেলা শিক্ষাকর্মকর্তা এটিএম এহসানুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, ফলকন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও হাজিরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব প্রমুখ। সঞ্চালনা করেন এম এ মজিদ ও সাজ্জাদুর রহমান।
প্রসঙ্গত, হাজী আইয়ুব ফাউন্ডেশানের উদ্যেগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্টার গার্ডেনের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় সেরা মেধাবীদেরকে সনদ, ক্রেস্ট, মেডেল ও নগদ টাকা প্রদান করা হয়।