এ আই তারেক:
লক্ষ্মীপুর কমলনগর হাজির হাট বাজারে যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা, ট্রেডলাইসেন্স ও উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পশুজাত পণ্য বিক্রির দায়ে মাংস ব্যবসায়ী সুমন (৩৫), ফরহাদ (২৩), জয়নাল আবদীন (৪৫) ও মোঃ সেলিম-কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী ০৪টি মামলায় মোট ১৩,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে সোমবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় কমলনগর হাজির হাট বাজারের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় তাদের অর্থদণ্ডাদেশ দেন।
এসময় কমলনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করাসহ ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।