ফাইল ছবি
কমলনগর:
লক্ষ্মীপুরের কমলনগরে ১৫শ ফুট মশারী জালে অগ্নিসংযোগ করা হয়। শনিবার (৪ মার্চ) রাত ৯টায় কটরিয়া ঘাটে এ জালে অগ্নিসংযোগ করে কোস্টগার্ড ও মৎস্য অফিস।
এর আগে সন্ধ্যায় মতিরহাট এলাকার অদুরে মেঘনার মাঝের চর থেকে এ জালগুলো জব্দ করে।
উপজেলা মৎস্য (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবদুল কুদ্দুছ জানান, সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনার মাঝের চর থেকে জালগুলো জব্দ করে কটরিয়া ঘাট এলাকা এনে জালগুলো অগ্নিসংযোগ করে ধবংস করা হয়।