রিমন আহমেদ রাজু: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মরহুম শফিউল বারী বাবুর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ই মার্চ (শনিবার) বিকাল ৪টার দিকে চর লরেন্স বাজার পরিচালনা কমিটির অফিস কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সময় যুবদল নেতা রেদোয়ান হোসেনের সঞ্চালনায়ঃ তুখোড় রাজনীতিবিদ কমলনগর যুবদলের অন্যতম নেতা আবদুর রহমান পাটোওয়ারীর সভাপতিত্বেঃ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ,আলেম সমাজের শিরোমণি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ জায়েদ হোসাইন ফারুকী,সাবেক অধ্যক্ষ হাজির হাট হামিদিয়া কামিল (এম এ)মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুর রহমান দিদার কমলনগর উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী,বিএনপি নেতা সানা উল্লাহ তহশিলদার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন,বৃহত্তর রামগতি উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামাল উদ্দিন,কমলনগর উপজেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম,বিএনপি নেতা মোসলেহ উদ্দিন মাস্টার,বিএনপি নেতা নাছির মাস্টার,যুবদল নেতা রকি মেম্বার,কমলনগর উপজেলা মৎসজীবী দলের সভাপতি আব্দুল্লাহ আল নোমান,কমলনগর উপজেলা তাঁতিদলের সভাপতি মাষ্টার নজরুল ইসলাম,তাঁতিদল নেতা আনিস হাওলাদার,লক্ষীপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক জিদান চৌধুরী,যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন তানজিল,লক্ষীপুর জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক জীবন গাজী,লক্ষীপুর জেলা ছাত্রদলের সদস্য আশরাফুল ইসলাম নাজিম,কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন শাকিল,ছাত্রদল নেতা হামদু,অন্তর সহ প্রমূখ।
উল্লেখ্য, মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুর পর তার সহধর্মিণী অর্পন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বিথীকা বিনতে হুসাইন দলের হাল শক্ত করে ধরেন।
তিনি নেতা কর্মীদের নিয়ে দলকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন সময় সভা সেমিনার আলোচনা সভা করে যাচ্ছেন।এছাড়াও তিনি প্রতি বছর প্রয়াত নেতা মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সারাদেশে দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন।