কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে ড্রাগ লাইস্যন্স ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। (আজ) বুধবার বিকেলে মডার্ন মেডিটেক সেন্টার লাইস্যন্স না থাকায় ১০ হাজার , পারভেজ ফার্মেসী ও মডার্ন মেডিটেক ফার্মেসী মেয়াদ উত্তীর্ণ ওষধ বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।
কমলনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা
Array