রিমন আহমেদ রাজু:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও বাজার অবস্থা মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার (২৭ মার্চ) যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য এবং পচা ফল বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ০১টি মামলায় মোট ৪,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন,অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করাসহ ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।