কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের সীলযুক্ত টোকেনেও মেলেনি হত দরিদ্রদের ভাগ্যের চাল। প্রায় দেড়শ মানুষ এভাবে প্রতারণার শিকার হয়েছে।
ভুক্তভোগী আব্বাস উদ্দিন ,মোঃ ইসমাইল আ,রহিম, নুর নাহার, খতিজা বেগমসহ একাধিক ব্যক্তি জানান, আমরা ৮ নং চরকাদিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল্লাহ খালেদ স্বাক্ষরিত ভিজিএফ চালের জন্য কার্ড সরবরাহ করা হয়। সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চালের জন্য দীর্ঘসময় অপেক্ষার পর বিতরণকারীরা জানান, তাদের চাল শেষ, আর কোনো চাল বিতরণ করা হবে না।
ভুক্তভোগীরা তাদের কাছে জানতে চাইলে চালের পরিমাণ অনুযায়ী ভিজিএফ কার্ড চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত বিতরণ করা হয়। তাহলে এখানে আমরা প্রায় ১০ জন চাল পাইনি, আমাদের কার্ডের ২০০শত কেজি চাল কোথায় গিয়েছে। কিন্তু এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো সঠিক উত্তর দিতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একই পরিষদের এক ইউপি সদস্য জানান, সরকার মোট ৬১ মে.টন ভিজিএফ চালের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ কার্ড ভাগ করে দেওয়া হয়। কিন্তু আজ অনেকেই কার্ড থাকা সত্ত্বেও চাল পাননি।
এছাড়া বিতরণকালে জনপ্রতি ১০ কেজির স্থলে ৮-৯ কেজি করে দেওয়ার অভিযোগ জানা গেছে।
এই বিষয়ে চরকাদিরা ইউনিয়নের ইউপি সচিব প্রাণ গোবিন্দ জানান, জনকেই ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে। সে অনুযায়ী ৬১ মে,কেজি চাল সরকার বিতরণ করতে আমাদের পাঠিয়েছেন। কার্ডধারী কেউ ফেরত যাওয়ার কথা না। ভুক্তভোগীদের অভিযোগটি আমি দেখব এবং চেয়ারম্যান এর সঙ্গে আলোচনা করব।
এদিকে এ ইউনিয়নে প্রায় ৬ হাজার কার্ডের বিপরীতে ৬১ মে. টন চাল বরাদ্দ রয়েছে।
এই বিষয়ে চরকাদিরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মুফতি নুর উল্লাহ বলেন, ভিজিএফের কার্ডে মেম্বাররা সীল মেরেছেন। তবে আমরা স্বাক্ষর করি নাই।