মোখলেছুর রহমান ধনু, কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে সোনালী ব্যাংক কর্মকর্তা খালেদ মোহাম্মদ আলীকে কারাগারে প্রেরন করে আদালত। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যেট আমলী আদালত কমলনগর জিআর ১২৭/১৬ মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। বাদী পক্ষের আইনজীবি রহিম গাজী এর সত্যতা নিশ্চিত করেন।
এর আগে ০৫ নভেম্বর বাদী সেলিমের স্ত্রীর সাথে খালেদ মোহাম্মদ আলীর পরকিয়া সম্পর্কের জের ধরে ব্যাংক কর্মকর্তা খালেদ মোহাম্মদ আলী সেলিমকে গরম পানিতে জলসে দেয়। সে দীর্ঘদিন কমলণগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় সেলিম বাদী হয়ে কমলনগর থানায় একটি মামলা দায়ের করে। খালেদ মোহাম্মদ আলী সোনালী ব্যাংক কমলনগর শাখায় কর্মরত ও চর জাঙ্গালিয়া এলাকার মৌলভী বজলুর রহমানের ছেলে।