লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে কমলনগরে মমিন উল্লাহ (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) দুপুর ১২টার দিকে ভুলুয়া নদীর সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মমিন উল্লাহ কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চর পাগলা গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে ফয়েজ বলেন, আমরা পাঁচ ভাই’র মধ্যে দুই ভাই নোয়াখালীর শান্তির হাটে থাকেন; তিন ভাই চর পাগলা গ্রামে বসবাস করছি বৃহস্পতিবার (১৮ মে) বাবা এ বাড়িতে (চর পাগলা গ্রামের বাড়িতে) আসেন। দুপুরে একটা কলার ছড়া কাটাকে কেন্দ্র করে আমার ভাই মোহাম্মদের স্ত্রীর শাহিনুর আক্তারের সাথে কথা কাটাকাটি হয়। এসময় তাকে হুমকি দেয়া হয়েছে। সকালে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কমলনগরে বৃদ্ধের লাশ উদ্ধার
Array
