কমলনগরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা জরিমানা

শেয়ার

atalot
পল্লী নিউজ ডেক্স:
লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ খাবার, ভেজাল পন্য ও ট্রেড লাইস্যান্স না থাকায় এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। (আজ) মঙ্গলবার বিকেলে হাজিরহাট, তোরাবগঞ্জ, লরেন্স বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার। তোরাবগঞ্জ বাজারে আমির হোসেন ওয়ার্কসপ ২০ হাজার, লরেন্স বাজারের জুয়েল ফার্মেসী ১৫ হাজার হাজিরহাট বাজারে সম্রাট ফুড প্রডাক্টসের ২৫ হাজার, মাহি ব্রেড এন্ড বেকারী ২০ হাজার, ও ১০টি স্বর্নকার দোকানের ট্রেড লাইস্যন্স না থাকায় প্রত্যেক কে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.