কমলনগরে বিজয় দিবস পালিত

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের কমলনগরে যথাযথ মর্যাদায় ৪৫তম বিজয় দিবস পালিত হয়। (শুক্রবার) মধ্যরাত ১২.০১ মিনিটে ৩১বার তোপধ্বনি মাধ্যমে দিবসটি শুরু হয়। এরপরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, বাসদ, জাতীয়পাটি, কমলনগর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে।
সকালে ৯টায় সুবিশাল ও বর্নাঢ্য বিজয় র‌্যালী উপজেলা সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে। জাতীয় পতাকা উত্তোলনের পরপরই প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও সালাম গ্রহন করেন লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন এমপি।

পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস। মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীসমাজ, স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.