কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিএনপি’র মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র ছিনতাই করেছে যুবলীগ ছাত্রলীগ। (আজ) বৃহস্পতিবার দুপুর ১টায় বিএনপি প্রার্থী মোসলেহ উদ্দিন উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে উপজেলা পরিষদের সামনে আসলে মনোনয়ন পত্র ছিনতাই হয়ে যায়। মোসলেহ উদ্দিন ৯নং তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের বিএনপি’র মনোনীত প্রার্থী।
এ ব্যাপারে মোসলেহ উদ্দিন জানান, যুবলীগ নেতা বাপ্পির নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ কর্মীরা আমার কাছ থেকে মনোনয়ন পত্র ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে বাপ্পির সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, আমি বিষয়টি শুনেছি এ ব্যাপারে কেউ অভিযোগ করেন নি।
কমলনগরে বিএনপি’র প্রার্থীর মনোনয়ন পত্র ছিনতাই
Array