কমলনগরে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিত

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজানের বাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটি শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব।

কমলনগর উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম কাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি এম দিদারুল ইসলাম, ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, যুবদল নেতা মাওলানা ইউছুফ পাটোয়ারী, আবু সায়েদ দোলনসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি ও হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন।

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অনেক নেতাকর্মী মারা গেছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন উল্লেখ করে তাদের জন্য দোয়া করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.