কমলনগরে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা সদর হাজিরহাটে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করেন তারা।

উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও এর অংগ সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবি এম আশরাফ উদ্দিন নিজান।

উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম দিদার হোসেন, বিএনপি নেতা আবদুল ওয়াদুদ হাওলাদার, ফরহাদ হোসেন, মো. মোসলেউদ্দিন, ইউসুফ পাটোয়ারী প্রমূখ।

এসময় বক্তারা সহিংসতা পরিহার করে নেতাকর্মীদের  শান্তিপূর্ণভাবে রাজনীতি করার আহবান জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.