কমলনগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল জেডিসি পরীক্ষার্থী

শেয়ার

laxmipur-map
পল্লী নিউজ ডেক্স:
লক্ষ্মীপুরের কমলনগরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী ফাতেমা বেগম। এ ঘটনায় কনের বাবার জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ হয়।

ফাতেমা বেগম হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার জেডিসি পরীক্ষার্থী ও পাটারীর হাট ইউনিয়নের বাসিন্দা দীন ইসলামের মেয়ে।

কমলনগর উপজেলা প্রশাসন জানায়, পাটারীরহাট ইউনিয়নের জেডিসি পরীক্ষার্থী ফাতেমা বেগমের সাথে পাশ্ববর্তী কালকিনি ইউনিয়নের মিরাজের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ পাঠিয়ে বিয়ের আয়োজন বন্ধ ও কনের বাবাকে আটক করে। তাৎক্ষনিক বরসহ তার স্বজনরা পালিয়ে যায়। পরে কনের বাবা দীন ইসলামকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক তার ১ হাজার টাকা জরিমানা করেন। এবং বাল্যবিয়ে না শর্তে মুছলেকা নেন। এসময় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

১৬-১১-২০১৬ইং

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.