কমলনগরে বন্যাদুর্গতের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
কমলনগর উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও স্থানীয় হাই কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ আগষ্ট) সকালে বন্যাকবলিত উপজেলার চরকাদিরা ইউনিয়নের মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা ও আন্ডারচর ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকার পশ্চিম মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে সকাল ১০টা থেকে দুপুর তিনটা পর্যন্ত তিন শতাধিক বানভাসি বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুদের ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করেন উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মুহাম্মদ সোহেল রানা। সহযোগী চিকিৎসক হিসেবে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় পল্লি চিকিৎসক মো.
সাজিদ হোসেন ও মো. জামাল হোসেন।

এসময় রোগীদের মাঝে ফ্রিতে ব্যবস্থাপত্রের পাশাপাশি প্রাথমিকভাবে প্যারাসিটামল, হিস্টাসিন, ওয়ারেস, আয়রন ট্যাবলেট, ক্যলসিয়াম, মেট্রোনিডাজল,ভিটামিন বি কমপ্লেক্সসহ কয়েক ধরনের ওষুধ সরবরাহ করা হয়।

মেডিকেল অফিসার ডাক্তার মুহাম্মদ সোহেল রানা যুগান্তরকে বলেন, যে কোনো দুর্যোগের সময় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম সর্বদা জনগণের পাশে ছিল। অতীতের ধারাবাহিকতায় আমরা এবারও ছুটে এসেছি। ভবিষ্যতেও দেশ ও জাতির যে কোনো ক্রান্তিলগ্নে আমাদের ভূমিকা থাকবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.