কমলনগরে বনফুলের মোড়ক নকল করে কারখানা

শেয়ার

Photo0449
মো: ওয়াজি উল্যাহ জুয়েল,কমলনগর:
লক্ষ্মীপুরের কমলনগরে বনফুল এন্ড কোং এর মোড়ক নকল করে কারখানা গড়ে উঠেছে। বনফুলের নকল মোড়ক ও বিএসটিআই এর রেজিঃ নাম্বার ব্যবহার করে সেমাই সহকারে বিভিন্ন পন্য বাজারজাত করছে স¤্রাট ফুড প্রডাক্টস।
Photo0459
এ কারখানার স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্যানিটারি বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আয়কর বিভাগ, ্বিএসটিআইর, বানিজ্য মন্ত্রণালয়ের কোন অনুমোদন নেই তবুও এ কারখানায় উৎপাদিত পন্যতে বিএসটিআইর লগো লাগিয়ে বাজারজাত করছে। পন্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, ব্যাচ নাম্বার কোন কিছুই নেই অথচ প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে এ কারখানা এবং দেদারচে বিক্রি ও বাজারজাত করছে।
IMG_20160715_205134
স্থানীয়ারা ও ব্যবসায়ীরা জানান, স¤্রাট ফুড প্রোডাক্টসের নামে কারখানা দিয়ে নি¤œ মানের খাদ্য সামগ্রী তৈরী করে বনফুল ও নাম্বার ওয়ানের নকল লগো ব্যবহার করে দেদারছে বিক্রি করছে। গত শুক্রবার কারখানা গিয়ে দেখা যায় অত্যান্ত নোংরা পরিবেশে ও নি¤œ মানের কাচাঁমাল দিয়ে এসব পন্য তৈরী হচ্ছে।
Photo0461

উপজেলা নিরাপদ পরিদর্শক (স্যানিটারী ইন্সপেক্টর) মিজানুর রহমান জানান, আমাদের কাছ থেকে স¤্রাট ফুড ফোডাক্টস কারখানার কোনো অনুমোদন নেয়নি।

এ ব্যাপারে স¤্রাট ফুড প্রোডাক্টস এর মালিক গিয়াস আহমেদ স¤্রাট জানান, আমার অনুমোদন আছে কিন্তু প্রতিবেদকে তা দেখাতে পারেন নাই। আপনি বনফুলের লেভেল ও মোড়ক লাগিয়ে তা বিক্রি করছেন এমন প্রশ্ন করা হলে তিনি জানান রমযানে প্রতিবছর কিছু সেমাই বিতরন করি এজন্য এ লেভেল লাগিয়েছি। তিনি আরও জানান যে, প্রশাসন ও সরকার দলীয় লোক আমার আছে কেহ কিছুই করতে পারবে না।

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার জানান, এ ধরনের একটি নকল কারখানা গড়ে উঠেছে তা অবগত হয়েছি। শিঘ্রই পরিদর্শনে যাব।

আরোও বিস্তারিত আসছে

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.