লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে নিহত মো. নুর মোহাম্মদ ও মহিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২ জুন) সকাল ১০ টার দিকে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা নিহতদের বাড়িতে গিয়ে দুর্যোগ ব্যাবস্থাপনা তহবিল থেকে ওই দুই পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ।
বৃহস্পতিবার (১জুন) বিকালে উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে বজ্রপাতে মো. নুর মোহাম্মদ (৪০) ও মহিন উদ্দিন (২৫) নামে ২জনের মৃত্যু হয়। নিহত নুর মোহাম্মদ চর জাঙ্গালিয়া গ্রামের আমিন উল্যাহর ছেলে। মহিন পাশ্ববর্তী চর ফলকন ইউনিয়নের আবদুর রবের ছেলে।