লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের কমলনগরে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনের একটি র্যালী বের হয়ে উপজেলা সদর হাজিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব, হাজিরহাট হামেদিয়া ডিগ্রি মাদ্রসার অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকী, কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আকতারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরী ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহসানুল হক চৌধুরী। এ সময় শিশু-কিশোরদের মাঝে রচনা, চিত্রাংকন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।