শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

কমলনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল

Array

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে হাজিরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চর কালকিনি মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। এদিকে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে মধ্য চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সোমবার (২২মে) বিকেলে চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-০৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লা আল মামুন। কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, হাজিরহাট উপকুল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব।

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মো. নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান প্রমুখ।

প্রসঙ্গত, কমলনগর উপজেলা ৯ ইউনিয়নের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ অংশ নেয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে বালকরা ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে বালিকারা অংশগ্রহন করে।

সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে লক্ষ্মীপুরে ঐক্য পরিষদের গণ অনশন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন ও গণঅবস্থান...

দুপুরেও জলাবদ্ধ রাজধানীর বিভিন্ন জায়গা

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন সড়ক-গলিতে জমে...

লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে স্কুল ভাঙচুর-লুটপাট, অনিশ্চিত পাঠদান

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে দু'দফা হামলা চালিয়ে ১০ টি সেমিপাকা ও দুটি টিনসেট শ্রণিকক্ষ...

ইবির সাদ্দাম হোসেন হলের আয়োজনে অন্তিম কনসার্ট

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের উদ্যোগে অন্তিম কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১...

ইলেভেন কেয়ার একাডেমি’র আন্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরের ব্যতিক্রমধর্মী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান 'ইলেভেন কেয়ার একাডেমি' কর্তৃক শিক্ষার্থীদের শারিরীক সুস্থতা এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...