কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:
পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে মাতাব্বরহাট একাদশ ক্লাবের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৯জুন (বুধবার) সংগঠন প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চলমান ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে স্থানীয় দেড় শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আগমণ ঘটে এবং রক্তের গ্রুপ সম্পর্কে না জানা মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
মাতাব্বরহাট একাদশ ক্লাবের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ এর নেতৃত্বে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত আরো ছিলেন ক্লাবটির সদস্য আব্দুল মান্নান, জায়েদ হোসেন, আরিফ হোসেন, জহিরুল ইসলাম, মো মিরাজ, জানে আলম, মিল্লাদ, পাভেল প্রমুখ।