কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুুরের কমলনগরে ফলকন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপকূল ডিগ্রি কলেজের প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন ফলকন ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হাসিম পলওয়ান, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, ফখরুল ইসলাম তালুকদার, মাইন উদ্দিন বিএসসি, অভিভাবক, ছাত্র ছাত্রীরা প্রমুখ। এসময়ে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয়।
কমলনগরে ফলকন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া
Array
