কমলনগর :
লক্ষ্মীপুরের কমলনগরে প্রেমের সম্পর্ক গড়ে বাল্যবিয়ের আয়োজন করায় আবদুল মালেক (২৬) নামের এক প্রেমিক যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আবদুল মালেক কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের আবুল কালামের ছেলে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আবদুল মালেক পাশ্ববর্তী নোয়াখালীর সদর উপজেলার আন্ডার চর গ্রামের এক কিশোরীর (১৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের এক পর্যায়ে কৌশলে কিশোরী প্রেমিকাকে তার বাড়িতে নিয়ে আসে। দুপুরে প্রেমিকের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেয়। এসময় প্রেমিক ও কিশোরী প্রেমিকাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, বাল্যবিয়ের আয়োজন করায় ওই যুবকের ১৫ দিনের কারাদন্ড আদেশ দেয়া হয়েছে।