এ আই তারেক, কমলনগর,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর কমলনগরে উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার চর ফলকন ইউনিয়নে দেওয়ান মার্কেট পাশেই ওই কিশোরীর বাড়িতে গিয়ে তার বিয়ে বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো: রেজা।
এ সময় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কনের অভিভাবকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজনের ব্যাপারে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এলাকাবাসী ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৬ বছর বয়সী ওই কিশোরীর বিয়ের সম্মতিতে আজ বিকেলে কিশোরীর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। তবে এসময় বর পক্ষ কাউ কে পাওয়া যায় নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো: রেজা বলেন, ওই কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুয়ায়ী কনের অভিভাবকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।