লক্ষ্মীপুরের কমলনগর চর মার্টিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: শাহাবুদ্দিনের বিরুদ্ধে একাধিক ছাত্রকে জুতা পিটা করার অভিযোগ উঠেছে।
শনিবার (৯ নভেম্বর ) বিকেলের দিকে উপজেলার চর মার্টিন ইউনিয়নের মুন্সি গঞ্জ বাজার সংলগ্ন চর মার্টিন উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো: সিহাব উদ্দিন সে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে,পরীক্ষা চলাকালীন সময়ে তার এক সহ পার্টির সাথে তার হার্ডবোর্ড পড়া নিয়ে কথা কাটাকাটি হয়।সেই ঘটনায় প্রধান শিক্ষকের কাছে বিচার দে তার সহপাঠী।আবার ওই দিন বিকালে ক্লাস পার্টি হয় সেখান থেকে থেকে ডেকে নিয়ে ইভটিজিং করস মেয়েদের এই কথা বলে, প্রথমে কয়েকটা ছড় থাপ্পড় মারেন পরে ওই শিক্ষার্থীর গালে তাতে তিনি ক্ষান্ত হননি পরে জুতা দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন । নাম প্রকাশ না করা শর্তে ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষক বলেন, তিনি এর আগেও এক ছাত্রকে জুতাপিটা করেছে।
সজিবুল ইসলাম সুজন ও ইমরান ফরহাদ নামে দুই শিক্ষার্থী জানান,শাহাবুদ্দিন স্যার কিছু দিন আগে মোহন নামে এক ছাত্রকে জুতাপিটা করেছে। পরে অবশ্য অভিযুক্ত প্রধান শিক্ষক ছাত্রের কাছে ও তার বাবার কাছে তার ভুলের জন্য ক্ষমা চান।
ছাত্রের বাবা মো:ইব্রাহিম জানান,প্রধান শিক্ষক শাহাবুদ্দীন আমার ছেলেকে জুতাপেটা করছে। এই ঘটনা সে নিজের আপরাধ স্বীকার করে ক্ষমা ছেয়েছেন।
শিক্ষার্থীর মা জেসমিন আক্তার শিল্পী বলেন, প্রধান শিক্ষক আমার ছেলে কে বিনাদোষে জুতাপেটা করছে। সেই আপমানে আর আমার ছেলে স্কুলে যাইতে চায় না আমি এর বিচার চাই।
ভুক্তভোগী শিক্ষার্থী মো:শিহাব জানান,বিনাদোষে সবার সামনে জুতা দিয়ে পিটিয়েছে। সব ছাত্রদের সামনে আমাকে অপমান করছে। আমি আর স্কুলে যাব না পরিক্ষা দেব না,আমি আর পড়ালেখা করবো না।
ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মো:শাহাবুদ্দিনের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র জানান, ছাত্র-ছাত্রীদেরকে কোন প্রকার শারীরিক মানসিক কোন নির্যাতন করা যাবে না। স্কুলে গিয়ে ঘটনার বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।