লক্ষ্মীপুর:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলও আনন্দ র্যালির আয়োজন করেছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২৩ জুন) হাজির হাট বাজারের আনন্দ শোভাযাত্রা শেষে কমলনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে এ দোয়া মাহফিল ও সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: নিজাম উদ্দিন সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন সাবেক এমপি আবদুল্লা আল মামুন, কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মনির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান দোলন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ,মোশাররফ হোসেন রাছেলসহ কমলনগর উপজেলা আওয়ামী লীগ,যুব লীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী প্রমুখ।