কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চর লরেন্স ইউনিয়ন বাসী। (আজ) মঙ্গলবার বিকেল ৫টার সময় করইতলা বাজারে ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদ নির্বাচনে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্বাচনের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ শহিদুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহমুদ হিমেল, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মির্জা আশরাফুজ্জামান রাসেল, যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন মেম্বার, চর লরেন্স ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরনবী চৌধুরী, সভাপতি মুকুল মিয়া।
প্রসঙ্গত: সীমনা সংক্রান্ত জটিলতায় দায়ের হওয়া রিটে আদালতের নির্দেশে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ও চর মার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আদালতের নির্দেশে নির্বাচন কমিশন ১৯মে এ দু’টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে।
আগামী ৪জুন শেষ দফা নির্বাচনে চর লরেন্স ও চর মার্টিন ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।