লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক হোমায়রা বেগম।
বৃহস্পতিবার (১৮ মে) বিকালে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামসুল আলমের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক হোমায়রা বেগম।
বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উদ্দিন, অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, আবদুল মোতালেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারমান হোসেনের আরা বাশার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মাস্টার জায়েদ বিল্লাহ, ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার ব্যবস্থাপক মানছুর আলমও সাংবাদিক সাজ্জাদুর রহমান প্রমুখ।